এই বিদ্যালয়টি ০১-০১-১৯৭০ ইং সালে প্রতিষ্টিত হয়, যাহার নাম ছিল খামার বজরা এম, কে, নিম্ন মাধ্যমিক কোহিনুর বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠাতা ছিল মোঃ আঃ জলিল সরকার। প্রতিষ্ঠান্টি ১৯৭৪ ইং সালে সরকারি অনুদান লাভ করেন। পরবর্তিতে ততকালীন মন্ত্রি এ,কে এম মাঈদুল ইসলাম (মুকুল) সাহেবের প্রচেষ্টায় ১৯৯২ সালে বর্তমান স্থানেস্থানান্তরিত করা হয়। নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সময় নাম করণ করা হয়। বজরা সবুজ বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৯৪ ইং সালে এস,এস,সি প্রথম ব্যাচে পরীক্ষায় ১০০% পাশ করেণ। এই সময় বিদ্যালয়ের নতুন দাতা সদস্য ছিলেন (১) মোঃ শামছুল হক আমিন (২) মোঃ আনসার আলী আমিন। জমির পরিমান .৫৪+.৯৮ মোট জমির পরিমান ১.৫২ শ্তাংশ। বর্তমানে প্রতিষ্ঠাতা মোঃ আঃ জলিল সরকার। জমি দাতা সদস্য (১) মোঃ শামছুল হক আমিন ৫৪ শতাংশ (২) মোঃ আনসার আলী আমিন ৯৮ শতাংশ বর্তমান বিদ্যলয়টি কাল পানি বজরা মৌজয় বজরা সবুজ বালিকা উচ্চ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠত।
প্রতিষ্ঠানের ইতিহাস
Copyright © বজরা সবুজ বালিকা উচ্চ বিদ্যালয়
Design & Developed by : Atomsoft